Internation News
আল্লামা ইকবালের ভাস্কর্য সরাবে পাকিস্তান !!

কোনো প্রাণীর-মূর্তি নির্মাণ করা ইসলামী শরীয়তে কঠিন কবীরা গুনাহ ও হারাম । মূর্তি সংগ্রহ, মূর্তি সংরক্ষণ এবং মূর্তির বেচাকেনা ইত্যাদি সকল বিষয় কঠিনভাবে নিষিদ্ধ।নতুন খবর হচ্ছে, পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবালের একটি ভাস্কর্য সরানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
সোশ্যাল মিডিয়ায় ওই ভাস্কর্য নিয়ে সমালোচনা হওয়ার পর পাকিস্তানের কর্তৃপক্ষ এমন সিদ্ধান্তের নিয়েছে। খবর জিও টিভির।পাকিস্তানের পাঞ্জাব শহরের পার্কস অ্যান্ড হর্টিকালচার অথরিটি মঙ্গলবার এ কথা জানিয়েছে।