আল্লাহর ৯৯ নাম লেখা কলমটি এরদোয়ানকে উপহার দিতে চান ব্রাহ্মণবাড়িয়া’র যুবক !!

আব্দুল্লাহ আল হায়দার নামে এক যুবক মহান আল্লাহর ৯৯টি নাম সম্বলিত একটি কলম তেরি করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের মৃ’ত শরীফ আব্দুল্লাহ হারুনের ছেলে।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ ও নিজের নাম অন্তর্ভুক্ত করতে ২৮ ফুট দৈর্ঘ্য ও ১৮ ইঞ্চি প্রস্থের ৭৮ কেজি ওজনের একটি বল পয়েন্ট কলম তৈরি করেছেন তিনি।সেগুন কাঠ দিয়ে বানানো কলমটিকে বিশ্বের সর্ববৃহৎ কলমের স্বীকৃতি দিতে ইতোমধ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেছেন হায়দার। স্বীকৃতি পেতে গিনেস বুক কর্তৃপক্ষের দেয়া ৬১টি শর্তই পূরণ করতে পেরেছেন তিনি।

নিজের হাতে তৈরি করা কলমের গায়ে আল্লাহর পবিত্র ৯৯ নাম ও আল কোরআনের ১১৪টি সুরার নাম খোদাই করে আরবি নিজেই লিখেছেন ওই যুবক। নিজের হাতে তৈরি করা কলমটি উপহার দিতে চান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানকে।হায়দার বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানকে তিনি খুব পছন্দ করেন। ধর্মীয় মূল্যবোধের চিন্তা থেকেই কলমটি তিনি তৈরি করেছেন।

তিনি বলেন, এর আগেও তিনি সাড়ে ৪ হাজার মিটার দৈর্ঘ্য একটি পুতির মালা তৈরি করেছিলেন। লক্ষ্য ছিল গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের অবস্থান তুলে ধরা। কিন্তু বুঝতে ভুল হওয়ার কারণে আবেদনে ত্রুটি ছিল। তাই সেটি সে সময় আর হয়ে উঠেনি। এবার গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেলে কলমটি তার পছন্দের ব্যক্তি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে উপহার দিতে চান। তার এ কাজে তিনি গণমাধ্যমের সকলের সহযোগিতা চেয়েছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *