আসাম জ্বলছে, জনগণ কাঁদছে, পাপনের হৃদয়স্পর্শী টুইট !!

সম্প্রতি ভারতের পার্লামেন্টে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) প্রতিবাদে জ্বলছে আসাম। গত বৃহস্পতিবার রাজ্যটির রাজধানী গোহাটিতে কারফিউ ভেঙে হাজার হাজার জনতা রাস্তায় নামলে পুলিশের গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন।

এদিকে নিজভূমির এমন ভয়াবহ পরিস্থিতি মেনে নিতে পারছেন না বলিউডের জনপ্রিয় গায়ক পাপন। আসামের দুদর্শায় উৎকণ্ঠায় ভুগছেন তিনি। যে কারণে গতকাল শুক্রবার দিল্লির ইমপারফেক্টো শোরের শোতেই যাননি পাপন। আসামের কঠিন পরিস্থিতির কারণেই এই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের এই নামি গায়ক।

পাপনের মতে, আসাম জ্বলছে, জনগণ কাঁদছে। নিজভূমির এমন উত্তাল পরিস্থিতিতে খোশমেজাজে গান গাওয়ার জন্য ঠোঁটই নড়বে না তার। এদিকে বলিউডের এই জনপ্রিয় গায়ককে পাপন নামে চিনলেও অসমীয় এই শিল্পীর নাম অঙ্গরাজ মাহান্ত। জিয়ে কিঁউ, মোহ মোহ কে ধাগে, হামনাবা, বুলেয়া এবং আরও বেশ কিছু জনপ্রিয় গান গেয়েছেন এই শিল্পী। কিছু বাংলা গানও গেয়েছেন তিনি।

এদিকে দিল্লির সেই শো বয়কট করায় ইতিমধ্যে দিল্লিবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন পাপন। কেন শোতে অংশ নেননি তা জানিয়ে এক হৃদয়স্পর্শী টুইটও করেছেন পাপন।

পাপন টুইটে লিখেন, ‘প্রিয় দিল্লি, আমি খুবই দুঃখিত যে, আগামীকালের কনসার্টটি আমি বাতিল করছি। কারফিউয়ের কারণে আমার রাজ্য আসাম কাঁদছে, জ্বলছে। এই অবস্থায় আমি মানুষকে বিনোদন দেয়ার মতো অবস্থাতে নেই।’

পাপন আরও লিখেন, ‘আমি জানি হঠাৎই শো বয়কট করার বিষয়টি খুবই বেমানান। কারণ ইতিমধ্যেই অনেকে টিকিট কেটে ফেলেছেন। আশা করি শোয়ের আয়োজকরা সেই বিষয়টা খেয়াল রাখবেন। আমি আপনাদের আশ্বস্ত করছি, শিগগিরই ওখানেই অনুষ্ঠান করব। আপনারা আমার অসুবিধাটা বোধহয় অনুধাবন করতে পারছেন।’

পাপন লিখেছেন, ‘আসাম যেভাবে জ্বলছে, সেটা দেখা সত্যিই খুব বেদনাদায়ক। মানবতা আক্রান্ত। বছরের পর বছর ধরে আসামে এই অনুপ্রবেশ ঘটেছে। আসামের বহুত্ববাদ কীভাবে রাজ্যের সংস্কৃতির সঙ্গে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে আছে, সেদিকটাও দেখতে হবে।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *