ইউরোপের সবচেয়ে বড় মসজিদ নির্মাণ করেছেন দু’জন নারী !!
মসজিদ মুসলমানদের ধর্মীয় কার্যাবলীর প্রাণকেন্দ্র। মসজিদের উৎকর্ষের ক্ষেত্রে, সেই সপ্তম শতাব্দির সাদাসিধে খোলা প্রাঙ্গনবিশিষ্ট মসজিদে কাবা বা মসজিদে নববী থেকে বর্তমানে এর প্রভূত উন্নয়ন ঘটেছে। এখন অনেক মসজিদেরই সুবিশাল গম্বুজ, উঁচু মিনার এবং বৃহদাকার প্রাঙ্গন দেখা যায়।
নতুন খবর হচ্ছে, চামলিজা মসজিদ, এটি তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত। দেশটির বৃহত্তম অন্যতম মসজিদ এটি। এই মসজিদে একসঙ্গে ৬৩ হাজার মানুষ নামাজ আদায় করতে পারে।
এতে একটি জাদুঘর, আর্ট গেলারি, গ্রন্থাগার, কনফারেন্স হল ও ভূগর্ভস্থ পার্কিংও রয়েছে।পৃথিবীতে এটি এমন এক প্রসিদ্ধ মসজিদ যা দুইজন মহিলা স্থপতি বাহার মজরাক এবং হায়রিয় গাল তোতু নকশা করেছিলেন।