ইউরোপে ফিরে গেলেন দেশে থাকা ২৪৭ বাংলাদেশি !!

কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে এসে আটকে পড়া ২৪৭ জন ফ্রান্স তথা ইউরোপ প্রবাসী বাংলাদেশি ফিরে গেছেন।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় বুধবার বিকেল ৫টায় ফ্রান্সের চার্লস দ্য গল (সিডিজি) বিমানবন্দরে অবতরণ করে।ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে তাদের স্বাগত জানান ও শুভেচ্ছা বিনিময় করেন।বুধবার রাতে প্যারিসের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যারিস দূতাবাসের সার্বিক সহযোগিতায় এবং ফ্রান্স আওয়ামী লীগ ও অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আয়েবা) উদ্যোগে এ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।বিশেষ ফ্লাইট আয়োজনের জন্য রাষ্ট্রদূত ফ্রান্স আওয়ামী লীগ ও আয়েবাকে ধন্যবাদ জানান।

এছাড়া তিনি বাংলাদেশ বিমান এবং বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টকে সার্বিক সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।রাষ্ট্রদূত এ বিশেষ বিমান পরিচালনার যাবতীয় অনুমোদন অতি দ্রুততার সাথে প্রদানের জন্য ফরাসি সরকারকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানান।তিনি প্রবাসী বাংলাদেশিদের ফরাসি তথা সংশ্লিষ্ট দেশের সরকারের কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টাইনে থাকার আহ্বান জানান।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *