Internation News
ইন্দোনেশিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামির শতর্কতা !!

ইন্দোনেশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় দ্বিপ টার্নেটে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে।স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় ওই ভূমিকম্প অনুভুত। ভূমিকম্পের পরই সুনামির শতর্কতা জারি করা হয়। খবর ডয়েচে ভেলের।
দুই ঘন্টা পর সুনামির শতর্কতা প্রত্যাহার করা হয়। মার্কিন ভূতত্ত্ববীদরা জানিয়েছেন, মলুক্কা সাগরের ৪৫ গভীরে এর উৎপত্তি।তাৎক্ষনিক ভাবে কোন ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।