ইমরান খানকে নিয়ে এরদোগানের সেই অভিযোগ অস্বীকার করল সৌদি !!
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরবের চাপে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ‘কুয়ালালামপুর সামিটে’ অংশ নেননি বলে যে প্রচারণা চলছে তার প্রতিবাদ জানিয়েছে দেশটি।
শনিবার সৌদি দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টিকে অপপ্রচার আখ্যায়িত করে এর নিন্দা জানানো হয়। খবর জিয়ো নিউজের।
সৌদি দূতাবাসের ওই প্রেস রিলিজে বলা হয়, পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক এমন নয় যে, কোনো ধরণের হুমকি বা চাপ প্রয়োগ করতে হবে। পাকিস্তানের সঙ্গে আমাদের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভালো বোঝাপড়া রয়েছে।
এর আগে তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহর বরাত দিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, মালয়েশিয়া সামিটে অংশ নিলে পাকিস্তানকে দেয়া অর্থনৈতিক সমর্থন তুলে নেয়ার হুমকি দিয়েছে সৌদি আরব। সেই হুমকির কারণেই কুয়ালালামপুর সম্মেলন অংশ নেননি ইমরান খান।
ডেইলি সাবাহকে এরদোগান বলেছেন, ‘বর্তমানে ৪০ লাখ পাক নাগরিক সৌদিতে কাজ করছেন। রিয়াদ এরইমধ্যে ইসলামাবাদকে হুমকি দিয়ে বলেছে যে, পাকিস্তানিদের ফেরত পাঠানোর পরিবর্তে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ দেয়া হবে।’
এছাড়াও পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত সৌদি আরবের অর্থও ফিরিয়ে নেয়া হবে বলে হুমকি দেয়া হয়েছে বলে সাবাহকে জানিয়েছেন এরদোগান।