ইরাক থেকে নিজেদের লোক সরিয়ে নিচ্ছে ন্যাটো !!

ইরাক থেকে জোটের প্রশিক্ষক, সেনাসহ অন্যদের সরিয়ে নিচ্ছে উত্তর আটলান্টিক সামরিক জোট (ন্যাটো)। নিজেদের কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জোটের পক্ষ থেকে জানানো হয়।

মঙ্গলবার ন্যাটোর এক কর্মকর্তা জানান, গত সপ্তাহে মার্কিন ড্রোন হামলায় ইরানি কমান্ডার নিহত হওয়ায় এ অঞ্চলটিতে ভয় ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে ন্যাটোর ওই কর্মকর্তা বলেন, আমরা আমাদের লোকজনের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব সতর্কতা অবলম্বন করছি। এর মধ্যে ইরাকের অভ্যন্তরে ও বাইরে উভয় জায়গায় কিছু লোককে অস্থায়ীভাবে বিভিন্ন স্থানে সরানো হচ্ছে।

ন্যাটো সামরিক জোট ইরাক মিশনে কয়েকশ প্রশিক্ষক, উপদেষ্টা ও কর্মী দিয়েছে। ২৯ দেশের এ জোটের দেয়া লোকদের মধ্যে সামরিক ও বেসামরিক লোকজন রয়েছে।

শুক্রবার ইরাকের বাগদাদ বিমানবন্দরে রকেট হামলা চালিয়ে ইরানের আল-কুদস ফোর্সের প্রধান ও বিপ্লবী গার্ডস বাহিনীর কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি ও ইরানের মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহানদিসকে হত্যা করা হয়।

এরপর থেকেই যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ইরান তাদের জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিশোধের ঘোষণা দেয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *