ইরানকে ইরাক বিষয়ে যেভাবে স’তর্ক করল সৌদি !!

সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদিল আল জুবায়ের বলেছেন, ইরানের উচিত তাদের জনগণ নিয়ে চিন্তিত হওয়া এবং বিশ্বব্যাপী স’ন্ত্রা’সী পৃষ্ঠপোষকা বন্ধ করা।

বৃহস্পতিবার ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ইরাক, ইয়েমেন এবং লেবাননের মতো দেশগুলোতে তেহরানের নেতাদের হস্তক্ষেপ উ’ত্তে’জ’না বাড়িয়ে তুলছে। ওই অঞ্চলে অশান্তির জন্য ইরানকে দায়ী করেন আদিল জোবায়ের।

এ সময় তিনি দাভোসে অনুষ্ঠিত হওয়া ওই সম্মেলনে সবার উদ্দেশে বলেন, ইরানি হস্তক্ষেপ এই অঞ্চলে ব্যাপক অজনপ্রিয়। অবশ্যই তাদের এটা বন্ধ করা উচিত। উদাহরণ হিসেবে তিনি ইরাক ও লেবাননে শিয়া বি’ক্ষো’ভের কথা উল্লেখ করেন।

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা উ’ত্তে’জনা চাই না এবং আমরা আরামকোতে হামলার বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছি। গত বছরে সৌদিতে তেল স্থাপনায় ড্রোন হা’ম’লার ঘটনায় বিশ্বাস করা হয় এটি ইরান করেছিল।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *