ইরানে করোনায় আক্রান্ত হওয়া সুস্থ হয়েছেন ১৬৬৯ জন !!

করোনাভাইরাসে ইরানে আক্রান্ত এক হাজার ৬৬৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর শনিবার (৭ মার্চ) তেহরানে সাংবাদিকদের এ তথ্য জানান।

ইরানে এ পর্যন্ত পাঁচ হাজার ৮২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, দুঃখজনকভাবে এই রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৪৫ জনের মৃত্যু হয়েছে। চীনের উহান শহরে প্রথম ২০১৯ সালের ডিসেম্বর মাসে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।

চীন ছাড়াও ইতালি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ প্রায় ৯০টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশ্বে এ পর্যন্ত এক লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে যাদের মধ্যে অর্ধেকের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *