Internation News
ইসলামের প্রতীক মাথায় পরে ইমরান খানের সাথে এক টেবিলে মোদি !!

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক টেবিলে বসে খাওয়াদাওয়া করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায়, মোদি পাকিস্তানি বিরিয়ানি খাচ্ছেন। এছাড়াও, মোদির মাথায় পরা আছে সবুজ রঙের টুপি। সবুজ রঙটি ইসলামের প্রতীক হিসেবে পরিচিত। একটি অজ্ঞাত টুইটার একাউন্ট থেকে ছবিটি ছড়ানো হয়।
তবে শেষমেশ জানা যায়, এই ছবি ভুয়া। ইমরান খানের ছবিটি সত্য হলেও তাঁর পাশে যে মোদিকে দেখা যাচ্ছে তা ভুয়া। ফটোশপের কারসাজির মাধ্যমে এ কাজ করা হয়েছে। জানা যায়, এই ছবি আসলে ইমরান খানের সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী রেহমান খানের ২০১৫ সালের। সেসময়ের তাদের ‘সেহরি’ খাবার খাওয়ার ছবি ছিল এটি।