ঈদে জাতির উদ্দেশ্যে যে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী !!

করোনার আঘাতে বিপর্যস্ত হয়ে সংকটকাল অতিক্রম করছে বাংলাদেশ। এর মধ্যেই এসেছে ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে রবিবার (২৩ মে) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি সবাইকে ঘরে থেকে ঈদ উদযাপনের আহবান জানিয়েছেন এবং সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। করোনায় অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক দেশ লকডাউন তুলে নিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশও বেশি দিন লকডাউন আর রাখতে পারবে না।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃ’ত্যুর নতুন রেকর্ড !!

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১৫৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ২৮ জন। এ নিয়ে মোট মৃ’ত্যুর সংখ্যা ৪৮০ জন। দেশে মোট করোনা আ’ক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৭৩৭ জন। ২৪ ঘণ্টা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ১৮৪ টি। নমুনা সংগ্রহ করা হয়েছে হাজার ২ লাখ ৪৩ হাজার ৫৮৩ টি। দেশে আজ রবিবার (২৪ মে) সর্বোচ্চ ২৮ জনের মৃ’ত্যু হয়েছে। আজ রোববার (২৪ মে) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *