ঈদে দেশবাসীর জন্য নতুন যে বার্তা দিলেন আইজিপি !!

দেশের করুণ অবস্থার মধ্যেই পালিত হচ্ছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর একটি ঈদুল ফিতর। প্রাণঘাতী করোনার ফলে এবার খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতে পারেনি মুসলমানরা।

দেশের এই পরিস্থিতিতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ক্ষুদে বার্তা দিয়েছেন আইজিপি বেনজীর আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঈদের এক বার্তায় আইজিপি বলেন, ‘করোনা মোকাবেলায় আপনারা সকলে সচেতন থাকবেন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না।

স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। দীর্ঘতম রজনী শেষেও একসময় ভোরের আলো আ‌সে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ করোনাকালও একদিন শেষ হবে। আমরা ফিরে যাবো স্বাভাবিক জীবনে। সেই দিনের জন্য তোলা থাক এবারের ঈদ।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *