উচিত জবাবে খাতিজার ওপর ক্ষেপলেন তসলিমা !!
সম্প্রতি হিজাব নিয়ে বাজে মন্তব্য করায় বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের কড়া জবাব দিয়েছিলেন সুরের যাদুকর এআর রহমানের কন্যা খাতিজা রহমান। আর খাদিজার সাথে সুর মিলিয়ে তসলিমার সমালোচনা করে অনেকেই।
খাতিজার এমন উচিত জবাবে বেশ ক্ষেপেছেন তসলিমা । মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন লেখিকা।তসলিমা বলেন, ‘ফেসবুকে বা টুইটারে সেদিন বারবার সামনে আসছিল এ আর রহমানের মেয়ে খাতিজার বোরকা পরা ছবি। ভাবছিলাম গান বাজনা নিয়ে থাকা সংস্কৃতিমনস্ক সংসারের শিক্ষিত মেয়েরাও কী করে যে ধর্মান্ধ হয়! সে কারণেই টুইট করা।
‘‘তারপর দেখতে হলো খাতিজার রিয়্যাকশন! যে কোনো হিজাবি বা বোরকাওয়ালি যে ভাবে রিয়্যাক্ট করে, সে ভাবেই করেছে-‘এটা আমার চয়েস, আমি গর্বিত, আমি এম্পাওয়ার্ড’।’’তিনি বলেন, সত্যিই কি মনে হয় বোরকা পরা মেয়েরা নারীবাদী? আমাকে গুগল করে ‘সত্যিকার নারীবাদ’ শিখতে বললো এক বোরকাওয়ালি মেয়ে, আর সেটাই চরম বিনোদনের বিষয় হয়ে উঠল সারা উপমহাদেশে।