উটের পর গু’লি করে মারা হচ্ছে ক্যাঙ্গারু !!

অবশেষে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের ১০ হাজারের বেশি উটকে গু’লি করে মারার সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। এবার গু’লি করে মারা হচ্ছে ক্যাঙ্গারু।

এদিকে উট নিধন সরকারিভাবে করা হলেও ক্যাঙ্গারুদের বেলা ব্যাপারটি একটু ভিন্ন। আহত ক্যাঙ্গারুদের কষ্ট কমাতেই গু’লি করে মারার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান এক পশু চিকিৎসক।

জানা যায়, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মাল্লাকুটা শহরে এ ঘটনা ঘটেছে। ৭০ বছর বয়সী ক্রিস বার্টোন নামের নামের ওই পশু চিকিৎসক বলেন, ‘৪০ বছরেরও বেশি সময় ধরে আমি পশুদের চিকিৎসা দিয়ে আসছি। আমার জন্য এবারের ঘটনাটি ছিল দুঃস্বপ্নের মত। বিষয়টি মনে পড়লে চোখে পানি চলে আসে।’

এদিকে উট মারার কারণ হিসেবে বলা হচ্ছে, অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল এলাকাটি প্রচণ্ড খরাপ্রবণ। সেখানে স্বাভাবিকভাবেই খাদ্য-পানির সংকট রয়েছে। এর মধ্যে পুরো অস্ট্রেলিয়া জুড়ে দাবানল পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। এরইমধ্যে উট প্রচুর পরিমাণে পানি পান ও খাবার গ্রহণ করেছে। ফলে পানিসহ খাদ্য সংকট আরো মারাত্মক রূপ ধারণ করেছে। এছাড়া এলাকার ক্ষতি ছাড়াও মিথেন গ্যাস উৎপাদনে উটকে দায়ী করা হচ্ছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *