উত্তপ্ত ভারত, পুলিশের গু’লি নিহত ৬ !!

আজ ২০ ডিসেম্বর শুক্রবার ভারতের নতুন নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে দেশটির উত্তরপ্রদেশে বিক্ষোভের সময় পুলিশের গু’লিতে ৬ আন্দোলনকারী নিহত হয়েছেন। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির।

এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার সকালেও বুলন্দশহর, গোরক্ষপুরসহ ১৩টি জেলায় পথে নামেন বিক্ষোভকারীরা। সেই সঙ্গে ব্যাপক ভাঙচুরও চলে। আগু’ন ধরিয়ে দেওয়া হয় একাধিক গাড়িতে। পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। পরে পুলিশের গু’লিতে ছয় আন্দোলনকারী নিহত হন।

এ ব্যাপারে বুলন্দশহরের জেলাশাসক রবীন্দ্র কুমার বলেন, ‘মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা চালু হবে না।’এর আগে গতকাল বৃহস্পতিবার ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।তাছাড়া এর আগে গত ১৬ ডিসেম্বর আসামে ৬ জন নিহত হয়েছিলো।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *