এইচএসসি পাস না করেই ১২ বছর ধরে করছেন এমবিবিএস চিকিৎসা !!

এমবিবিএস চিকিৎসক না হয়েও ১২ বছর ধরে দিচ্ছিলেন চিকিৎসা সেবা। অবশেষে আটক হলেন র‌্যাবের হাতে। আটক হওয়া ব্যক্তির নাম ফেনীর পলাশ চন্দ্র শিব।

র‌্যাবের অভিযানে নিজেকে এইচএসসি পাশ দাবি করলেও বাস্তবে সেটিরও কোনো কাগজপত্র দেখাতে পারেননি পলাশ। গতকাল বৃহস্পতিবার রাতে ফেনীর পুরাতন সোনাগাজী বাসস্ট্যান্ড এলাকা থেকে পলাশ চন্দ্র শিব নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে পিএন্ডএস মেডিকেল হল চেম্বারে চিকিৎসা প্রদানকালে ফেনী ক্যাম্পের র‌্যাব সদস্যরা তাকে আটক করে।

র‌্যাবের ফেনী ক্যাম্প কমান্ডার এএসপি নুরুজ্জামান জানান, পলাশ চন্দ্র শিব ডাক্তারী কোনো কাগজপত্র ছাড়াই ১০ থেকে ১২ বছর ধরে ‘এমবিবিএস’ ভুয়া সাইনবোর্ড ব্যবহার করে ডাক্তারী করে যাচ্ছেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে পলাশ চন্দ্র নিজেকে এইচএসসি পাশ বলে দাবি করেছে। তার সাইনবোর্ডে ঝুলানো রেজিস্ট্রেশন নম্বারটি অন্য একজন ডাক্তারের বলে জানা গেছে।

র‌্যাবের অভিযানে এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ফেনী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান ও ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবু তাহের। তারাও পলাশ চন্দ্র শিবকে ভুয়া ডাক্তার বলে চিহ্নিত করেছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *