এই আইন ১০০০ ভাগ সঠিক: যা বললেন মোদি !!

সম্প্রতি ভারতীয় সংসদে পাস হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন ১০০০ শতাংশ সঠিক বলে মন্তব্য করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ১৫ ডিসেম্বর রবিবার দেশটির পূর্বাঞ্চলের ঝাড়খণ্ড রাজ্য সফরকালে এক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এদিকে সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্য। এরই মধ্যে এ আইনের ওপর গুরুত্ব আরোপ করে মোদি বলেন, ‘পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আগত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা এ আইনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব পাবেন। তাই, এ সিদ্ধান্ত ১০০০ শতাংশ সঠিক।’এ সময় তিনি বলেন, ‘মোদি ও ভারতীয় সংসদ এ আইনের মাধ্যমে দেশ বাঁচিয়ে দিলো।’

সম্প্রতি ভারতীয় সংসদে পাস হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন। নতুন পাস হওয়া আইনে ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিসহ অমুসলিম অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এ আইনটিকে ‘বৈষম্যমূলক’ ও ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *