এই মাত্র পাওয়াঃ মেঘনা থেকে ৯ জনের লা’শ উদ্ধার !!

মেঘনা নদীতে ঘূীর্ণঝড় বুলবুলের তান্ডবে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৯ জনের লা’শ উদ্ধার করা হয়েছে। বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে লাজগুলো উদ্ধার করা হয়। সোমবার রাতে তাদের লা’শ উদ্ধার করা হয়। মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান, লা’শগুলো নদীতীরে ভাসতে দেখে জেলেরা সন্ধ্যার দিকে থানায় খবর দেয়।

পরে পুলিশের একটি টিম নিয়ে গিয়ে লা’শগুলো উদ্ধার করা হয়। আশেপাশে আরও লা’শ থাকতে পারে এমন অনুমানে ট্রলার নিয়ে তল্লা’শি চালানো হচ্ছে। এর আগে উপকূলীয় দ্বীপ জেলা ভোলার মেঘনা নদীতে রবিবার এক জেলের লা’শ উদ্ধার করা হয়। তাৎক্ষনিক সময় উদ্ধারকৃত লা’শের পরিচয় নিশ্চিত করা যায়নি।

উল্লেখ্য, ভোলায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে মেঘনা নদীতে ২৪ জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন দশজন। আর ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও মোরশেদ নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

রবিবার দুপুর ১২টার দিকে ভোলা-বরিশাল মেঘনা নদীর সীমান্তবর্তী এলাকা রোকনদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। কোস্টগার্ড দক্ষিণ জোন জানায়, দুপুরে ২৪ জেলে নিয়ে চাঁদপুরে মাছ বিক্রি করে ভোলার চরফ্যাশনে ফেরার পথে মেঘনা নদীর ভোলা-বরিশালের সীমান্তবর্তী এলাকার রোকনদীতে ডুবে যায়। এতে এক জেলের লা’শ ও ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও ১০ জেলে নিখোঁজ ছিল।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *