একদিনে সিঙ্গাপুরে আ’ক্রান্ত আরও ৬১৮ জন !!

সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬১৮ জন করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছে। এদের মধ্যে মাত্র ৭ জন বাদ দিয়ে সবাই অভিবাসী শ্রমিক।শনিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, শুক্রবার দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন মোট ৬১৮ জন। গত ২৯ মার্চের পর থেকে এ সংখ্যা সর্বনিম্ন। এ নিয়ে সেখানে মোট আ’ক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৯৩ জন। মারা গেছেন ১২ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ২ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ হাজার ৬৭৯ জন।

এর আগের টানা চারদিন এক হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হওয়ার পর শুক্রবার তা ৮৯৭ জনে নামে। আর এসব আ’ক্রান্তের সিংহভাগই ডরমিটরিতে বসবাসকারী অভিবাসী।মোট আ’ক্রান্তের ৯ হাজার ৯২৯ জনই অভিবাসী শ্রমিক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

উল্লেখ্য, প্রায় ৬০ লাখ জনসংখ্যার দেশটির শ্রমশক্তির এক-তৃতীয়াংশই অভিবাসী। এর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এশীয় দেশগুলোর কর্মীরা নিবন্ধিত ৪৩টি ডরমিটরিতে বসবাস করেন। এসব ডরমিটরিতে একেকটি রুমে গাদাগাদি করে বসবাস করায় তাদের মধ্যে করোনা বেশি সংক্রমিত হয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

দেশটিতে করোনা সংক্রমণের সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে পংগলের এস১১ ডরমিটরিকে চিহ্নিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সেখানে এ ২ হাজার ২৬৩ জন অধিবাসী করোনায় আ’ক্রান্ত হয়েছেন, যা গোটা দেশে আ’ক্রান্তের সংখ্যার প্রায় ১৮ শতাংশ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *