একদিনে সৌদিতে ২৭৩৬ জনের করোনা শনাক্ত, সর্বোচ্চ যেখানে !!

গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে আরও ২ হাজার ৭৩৬ জন করোনাভা’ইরাস আ’ক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা আ’ক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ৭৫২ জনে। একদিনে আ’ক্রান্তের মধ্যে সর্বোচ্চ সংখ্যা মক্কা-মুকাররমায়।দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভা’ইরাসে আরও দশজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১২ জন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৫৬ জন। মোট সুস্থের সংখ্যা ২৫ হাজার ৭২২।

গতকাল রবিবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আ’ক্রান্ত হয়েছে মক্কা-মুকাররমায় ৫৫৭ জন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে রাজধানী রিয়াদ ও মদিনা-মুনাওয়ারায়। রিয়াদে ৪৮৮ ও মদিনায় ৩৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এ ছাড়া বন্দরনগরী জেদ্দায় ৩৫৭ জন, দাম্মামে ২৮৬, আল হুফুফে ১৪৯, আল জুবাইলে ১৪৯, তায়েপে ৮১, আল খোবারে ৫১, ক্বাতিপে ২৪, তাবুকে ১৮ ও জাহারানে ১৫ জন করোনায় আ’ক্রান্ত হয়েছে। সব মিলিয়ে দেশটিতে একদিনে মোট আ’ক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৩৬ জন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *