একনজরে দেখে নিন যে ৫২ জেলায় ছড়িয়েছে করোনা !!

করোনাভা’ইরাস বা কোভিড-১৯ দেশের বেশির ভাগ জেলায় ছড়িয়ে পড়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টা পর্যন্ত দেয়া সরকারি হিসাব অনুযায়ী দেশের ৬৪ জেলার মধ্যে ৫২টিতেই করোনাভা’ইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তবে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে।

০১. ঢাকা ৮৭৭ (ঢাকা সিটি ৮৪৩) জন।
০২. নারায়ণগঞ্জ ৩০৯ জন।
০৩. গাজীপুর ১৬১ জন।
০৪. কিশোরগঞ্জ ৫৪ জন।
০৫. মাদারীপুর ২৫ জন।
০৬. মানিকগঞ্জ ৬ জন।
০৭. মুন্সীগঞ্জ ৩৩ জন।
০৮. নরসিংদী ৯৩ জন।
০৯. রাজবাড়ী ৭ জন।
১০. ফরিদপুর ৪ জন।
১১. টাঙ্গাইল ৯ জন।
১২. শরীয়তপুর ৭ জন।
১৩. গোপালগঞ্জ ২১ জন।
১৪. চট্টগ্রাম ৩৮ জন।
১৫. কক্সবাজার ১ জন।
১৬. কুমিল্লা ১৭ জন।
১৭. ব্রাহ্মণবাড়িয়া ১০ জন।
১৮. লক্ষ্মীপুর ১৮ জন।
১৯. বান্দরবান ১ জন।
২০. নোয়াখালী ৩ জন।
২১. ফেনী ১ জন।
২২. চাঁদপুর ৮ জন।
২৩. মৌলভীবাজার ২ জন।
২৪. সুনামগঞ্জ ১ জন।
২৫. হবিগঞ্জ ১ জন।
২৬. সিলেট ৩ জন।
২৭. রংপুর ৪ জন।
২৮. গাইবান্ধা ১২ জন।
২৯. নীলফামারী ৯ জন।
৩০. লালমনিরহাট ২ জন।
৩১. কুড়িগ্রাম ২ জন।
৩২. দিনাজপুর ৯ জন।
৩৩. পঞ্চগড় ১ জন।
৩৪. ঠাকুরগাঁও ৫ জন।
৩৫. খুলনা ১ জন।
৩৬. যশোর ১ জন।
৩৭. বাগেরহাট ১ জন।
৩৮. নড়াইল ২ জন।
৩৯. চুয়াডাঙ্গা ১ জন।
৪০. ময়মনসিংহ ১৯ জন।
৪১. জামালপুর ১৭ জন।
৪২. নেত্রকোনা ১২ জন।
৪৩. শেরপুর ১১ জন।
৪৪. বরগুনা ৯ জন।
৪৫. বরিশাল ১৮ জন।
৫৬. পটুয়াখালী ২ জন।
৪৭. পিরোজপুর ৪ জন।
৪৮. ঝালকাঠি ৩ জন।
৪৯. জয়পুরহাট ২ জন।
৫০. পাবনা ১ জন।
৫১. বগুড়া ১ জন।
৫২. রাজশাহীতে ৪ জন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *