একমাত্র নাঈমের আউট ছাড়া অন্য উইকেটগুলো পরিশ্রম ছাড়াই পায় ভারত !!
টার্গেটটা বেশি হলেও একেবারেই অসম্ভব ছিলো না বাংলাদেশ দলের জন্য। আর সেই ম্যাচেই যে হারতে হয় বাংলাদেশ দলকে। আর এই ম্যাচেই ব্যাট হাতে একাই ৪৮ বলে ৮১ রান করে দলকে জেতার জন্য অন্য এক পর্যায়ে নিয়ে যান নাঈম শেখ।
আজ একমাত্র নাইমের উইকেট টা নিতেই ওদের একটা অসাধারণ একটা ডেলিভারি করতে হয়েছে। নাইমের উইকেট টা ই ওদের সবথেকে বেশী ভুগিয়েছে! আর সেই ডেলিভারিটিই ছিলো তাদের অসধারণ।
অসাধারণ এক ইয়র্কারেই তারা তুলে নেন নাঈমের উইকেট।আর বাকী উইকেটগুলোর কথা যেন বাকিই থেকে যায় বলার।