একসাথে জুম্মার নামাজ আদায় করলেন এরদোয়ান-ইমরান খান !!

দুই দিনের সফরে পাকিস্তানে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল শুক্রবার মসজিদে একসাথে জুমার নামাজ আদায় করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।

শুক্রবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই নেতা। এর আগে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা স্মারকে সই করেছে।এরদোগান বলেন, তিন বছর পর আমি একটি সন্তোষজনক সফর করলাম পাকিস্তানে। এ দেশটাকে আমার দ্বিতীয় বাড়ি হিসেবেই দেখে আসছি।

এছাড়া কাশ্মীর নিয়ে ইমরান খান বলেন, গত ছয় মাস ধরে ৮০ লাখ কাশ্মীরি ভারতীয় অবরোধের মধ্যে রয়েছেন। কাশ্মীরি নেতাদের কারাবন্দি করে রাখা হয়েছে।তিনি জানান, তাদের কোনো অধিকার নেই, ভয়ের মধ্যে বসবাস করছেন। জাতিসংঘের প্রস্তাব অনুসারে কাশ্মীর হচ্ছে একটি বিতর্কিত ভূখণ্ড।

সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্কের নতুন যুগ শুরু হয়েছে বলে মন্তব্য করেন ইমরান খান। তিনি বলেন, এই সহযোগিতায় দুই দেশই লাভবান হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *