এক ম’রদেহসহ দেশে ফিরল ব্যাংককে আটকে পড়া ৪৮ যাত্রী !!

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আটকে পড়া ৪৮ জন যাত্রী ও একজনের ম’রদেহ নিয়ে দেশে ফিরেছে একটি বিশেষ ফ্লাইট। আজ শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৪ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম, পিআর) কামরুল ইসলাম দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনুমোদন নিয়েই ফ্লাইটটি ঢাকায় এসেছে।’

মরদেহ আনার বিষয়ে জিএম বলেন, ‘মা’রা যাওয়া ব্যক্তি চিকিৎসার জন্য অনেক আগেই সেখানে গিয়েছিল। এরপর তার মৃ’ত্যুর পরে লাশ দেশে আনার কোনো ব্যবস্থা ছিল না। তাই সাধারণ যাত্রীদের সঙ্গে তার ম’রদেহও আনা হচ্ছে।’কামরুল ইসলাম আরও বলেন, ‘আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৬টি ইউএস-বাংলার ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং ২১ ও ২৩ এপ্রিল দুটি ফ্লাইট কলকাতা থেকে দেশে ফিরবে। ভারতে আটকে পড়া বাংলাদেশিরা শুধু ওই ফ্লাইটে ফিরতে পারবে।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *