এখানেই সর্বনাশ করে ঢাবি ছাত্রীর, পড়ে আছে বই-ব্যাগ-জুতা-ঘড়ি !!

গতকাল সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় বান্ধবীর বাসায় যেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাস থেকে নামলে এক শিক্ষার্থী ধ’র্ষ’ণের শিকার হন। কুর্মিটোলার সেই ঘটনাস্থলে চলছে অনুসন্ধান। এই এলাকাতেই অজ্ঞাতপরিচয় কয়েকজন ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরে রাস্তার পাশের নির্জন স্থানে নিয়ে ধ’র্ষ’ণ করে। পড়ে থাকতে দেখা গেছে একটি ব্যাগ, হাতঘড়ি, কলম ও একটি প্যান্ট।

আজ ৬ জানুয়ারি সোমবার বেলা একটার দিকে ঘটনাস্থলে দেখা যায়, সেখানে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। ক্রাইম সিনের দল কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বলে জানান তারা।

এ সময় সেখানেই পড়ে থাকতে দেখা গেছে একটি ব্যাগ, হাতঘড়ি, কলম ও একটি প্যান্ট। এগুলো গত রাতের ওই ধ’র্ষ’ণ ঘটনার আলামত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ছাত্রীকে ধ’র্ষ’ণের সব আলামত রয়েছে। তাঁর চিকিৎসার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ। ছয় সদস্যের ওই কমিটির নেতৃত্বে আছেন গাইনি বিভাগের অধ্যাপক সালমা রউফ।

জানা যায়, দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলের আবাসিক শিক্ষার্থী। গতকাল কুর্মিটোলায় বান্ধবীর বাসায় যেতে বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠেন। বাস থেকে তিনি নামার পর অজ্ঞাতপরিচয় কয়েকজন তাঁর মুখ চেপে ধরে। এতে তিনি অচেতন হয়ে পড়েন।

এরপর তাঁকে ধ’র্ষ’ণ করা হয়। রাত ১০টার দিকে চেতনা ফেরার পর তিনি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বান্ধবীর বাসায় যান। পরে রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *