Hajj 2021

এবারের হজের ৩ টি প্যাকেজ ঘোষণা দিল সৌদি আরব – দেখি নিন প্যাকেজ ৩টি !

চলমান করোনা পরিস্থিতিতে সীমিত পবিত্র হজে তিনটি প্যাকেজ ঘোষণা দিয়েছে সৌদি আরব। ইতিমধ্যে সীমিত হজে অংশ নিতে অনলাইনে রেজিস্ট্রেশনও শুরু হয়েছে। তাছাড়া এবার পুরুষ অভিবাবক ছাড়াই নারীদের হজের আবেদনের সুযোগ দেয় দেশটি।

গত রবিবার (১৩ জুন) হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিবৃতি থেকে জানা যায়, সকাল এক ঘটিকা থেকে হজের প্রাথমিক আবেদন শুরু হয়েছে। আগামী ২৩ জুন রাত ১০ ঘটিকা পর্যন্ত চলতে থাকবে।

আরো জানা যায়, আগামী ২৫ জুন থেকে আবেদনের প্রেক্ষিতে বাছাই পর্ব শুরু হবে। নির্বাচিত হওয়ার তিন ঘণ্টার মধ্যে হজের অনুমোদিত প্যাকেজে’র কোনো একটি নির্বাচন করতে হবে। নতুবা তাদের আবেদন বাতিল করা হবে।

করোনাকালের সীমিত অনুমোদিত তিনটি প্যাকেজের বিভিন্ন মূল্য নির্ধারণ করা হয়েছে।

  • প্রথম প্যাকেজের মূল্য ১৬ হাজার ৫৬০.৫০ রিয়াল
  • দ্বিতীয় প্যাকেজের মূল্য ১৪ হাজার ৩৮১.৯৫ রিয়াল
  • তৃতীয় প্যাকেজের মূল্য ১২ হাজার ১১৩.৯৫ রিয়াল। এর সঙ্গে নির্ধারিত পরিমাণ ভ্যাটও যুক্ত হবে।

সৌদি’তে অবস্থানরত নাগরিক ও প্রবাসীদের নিয়ে দ্বিতীয় বারের মতো এবারও সীমিতভাবে হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার হজ পালনের সুযোগ পাবেন সৌদিতে বসবারত মাত্র ৬০ হাজার মুসলিম সাথে অগ্রাধিকার দেওয়া হবে যারা কখনো হজ পালন করেননি তাদেরকে। হজ ও ওমরাহ পালনের ক্ষেত্রে মুসল্লিদের ‘স্বাস্থ্য ও নিরাপত্তা’ অগ্রা’ধিকার বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্র’ণালয়।

তবে এবারে সীমিত হজে অংশগ্রহণ করতে বিভিন্ন শর্তা’রোপ করেছে সৌদি কর্তৃপক্ষ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *