এবার আরব আমিরাত শ্রমিকদের বাইরে কাজ করায় নিষেধাজ্ঞা !!

সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল সোমবার থেকে বাইরে কাজ করা নিষিদ্ধ হতে যাচ্ছে। আগামী তিন মাস এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। গ্রীষ্মের গরম থেকে শ্রমিকদের রক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়।

আরব নিউজের বরাতে জানা যায়, সিদ্ধান্ত অনুযায়ী দুপুর ১২টা ৩০ মিনিটের পর থেকে বিকেল ৩টা পর্যন্ত কেউ বাইরে রোদের মধ্যে কাজ করবে না। প্রতিবছর গ্রীষ্মকালে এই সিদ্ধান্ত নেওয়া হয় আমিরাতে।দেশটিতে গ্রীষ্মকাল শুরু হয় জুন মাসের ২১ তারিখে। শেষ হয় সেপ্টেম্বরের ২৩ তারিখ। এ সময় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, রোদের উত্তাপ থেকে বাঁচতে শ্রমিকরা যখন বিশ্রাম নেবে তখন অবশ্যই তাদের একটি ছায়ার ব্যবস্থা করে দিতে হবে। আট ঘণ্টার বেশি কোনো শ্রমিক কাজ করবে না। ২৪ ঘণ্টা সময়ের মধ্যে কোনো শ্রমিক যদি আট ঘণ্টার বেশি কাজ করে, তাহলে অবশ্যই তাকে ওভারটাইম দিতে হবে। আমিরাতের শ্রমিক আইন অবলম্বন করেই এসব নিয়ম সবাইকে পালন করতে হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *