এবার ইতালিতে করোনা ভাইরাসের হা’না – দুইজনের মৃ’ত্যু ও আ’ক্রান্ত ৬০ জন !!
ইতালির পাদুয়া শহর ও লোমবার্ডিতে করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়ে দুইজনের মৃ’ত্যু হয়েছে।ইতালির কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানকার ভেনেতুতে ১২ জন এবং লোমবার্ডিতে ৩৯ জন করোনায় আ’ক্রান্ত হয়েছে। সব মিলিয়ে ইতালিতে প্রায় ৬০ জন করোনায় আ’ক্রান্ত হয়েছে।
এদিকে কর্তৃপক্ষ বলছে, একটি হাসপাতালে আটজন করোনায় আ’ক্রান্ত হয়েছে। তিনজন রোগী ও বাকি পাঁচজন ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী।ইতালির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে শতাধিক মানুষকে আলাদা করে রাখা হয়েছে। তাদের পরীক্ষা করে দেখা হচ্ছে।
এছাড়া করোনা ভাইরাসের জন্য ঝুঁ’কিপূর্ণ অঞ্চলের অর্ধ-লক্ষাধিক মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এক সপ্তাহের জন্য যাবতীয় উৎসব পালন কিংবা গির্জা বা খেলাধুলায় অংশ নেয়ার ওপরও নি’ষেধাজ্ঞা জা’রি করা হয়েছে।