এবার ওসির পর এএসপি ও এক এসআইকে প্রত্যাহার !!

ব্রাহ্মনবাড়িয়ায় জানাজায় লোক সমাগমের ঘটনায় ওসিসহ সার্কেল এএসপি মাসুদ রানাকে প্র’ত্যাহার করে নেওয়া হয়েছে। একই সাথে এসআই নুরুল হককে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্যের তদস্ত কমিটি।

করোনাভা’ইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় লোক সমাগ‌মের বিষ‌য়ে যথাযথ ব্যবস্থা নি‌তে না পারায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এই ব্যবস্থা নেয়া হয় বলে জানা গেছে।

এর আগে, ব্রাহ্মণবা‌ড়িয়ায় জানাজায় লোক সমাগ‌ম ঠেকাতে যথাযথ ব্যবস্থা নি‌তে না পারায় সরাইল‌ থানার ওসি শাহাদাত হোসেন টিটুকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানান। জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকালে ওই জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রশাসন এ অবস্থায় নীরব ভূমিকা পালন করে বলে অভিযোগ উঠেছে। জেলা স্বাস্থ্য বিভাগ বলেছে, এই সমাবেশের মধ্য দিয়ে করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বেড়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *