এবার কঠোর যে পদক্ষেপ নিতে চলেছে সৌদি আরব !!

অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে খুব কঠোর পদক্ষেপ নিতে চলেছে সৌদি আরব৷ সে দেশের অর্থমন্ত্রী জানিয়েছেন, সংকট সামাল দিতে মাসিক বিশেষ ভাতা বন্ধ এবং মূল্য সংযোজন কর তিনগুণ করা হবে৷করোনা সংকটের কারণে সব দেশের অর্থনীতিই এখন বিপর্যস্ত৷ সৌদি আরবের অর্থনীতি আরো বিপর্যয়ের আশঙ্কার মুখে, কারণ, তেলের দাম ভয়াবহভাবে কমেছে৷

তেলসমৃদ্ধ দেশটি অর্থনীতিকে আবার সুসংহত করতে তাই খুব কঠোর দুটি পদক্ষেপ নিতে চলেছে৷ সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান এক বিবৃতিতে বলেছেন,‘‘২০২০ সালের জুন থেকে জীবন যাপনের বিশেষ ভাতা বন্ধ এবং আগামী জুলাই মাসে ভ্যাট শতকরা পাঁচ ভাগ থেকে বাড়িয়ে ১৫ ভাগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷’’

সৌদি আরবে জীবন এমনিতেই ব্যয়বহুল৷ ভাতা বন্ধ হলে এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) তিনগুণ করা হলে জীবন যাপন আরো কঠিন হবে৷ কিন্তু সরকার মনে করে, ক্রমশ ঘণীভূত হতে থাকা অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে এমন পদক্ষেপ খুব জরুরি৷সরকার আশা করছে, ভ্যাট তিনগুণ এবং মাসিক ভাতা বন্ধ করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্তবান্ডারে ১০ হাজার কোটি রিয়াল, অর্থাৎ ২৬৬ কোটি ডলার জোগান দেয়া যাবে৷

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *