এবার করোনা চিকিৎসায় ডেক্সামেথাসন ওষুধের অনুমোদন দিল সৌদি আরব !!

কোভিড-১৯ আ’ক্রান্ত রোগীদের চিকিৎসায় ডেক্সামেথাসন ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে সৌদি আরব।বুধবার (১৭ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ অনুমোদন দেয়।সৌদির বহুল প্রচারিত ইংরেজি দৈনিক সৌদি গেজেট এ সম্পর্কিত সংবাদ প্রকাশ করেছে।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সংবাদে বলা হয়, ডেক্সামেথাসন ওষুধটি কোভিড-১৯ রোগীদের জন্য সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রটোকলে অন্তর্ভুক্ত করা হয়েছে।করোনা রোগীদের যাদের অক্সিজেনের প্রয়োজন হয় এবং বিশেষত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন, তাদের ওপর এ ওষুধ প্রয়োগ করা হবে।

 

দেশে মৃত ৪৩ জনের সম্পর্কে যা জানানো হয়েছে !!

দেশে এক দিনে ৪ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভা’ইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা ৪০০৮ জন এবং এ সময়ে মৃত্যু হয়েছে ৪৩ জনের। এ নিয়ে দেশে মোট আ’ক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জন এবং মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৩০৫ জনে। আজ বুধবার (১৭ জুন) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, ৫৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৯২২টি আর পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫২৭টি। শনাক্তের হার ২২.৮৭ শতাংশ। নাসিমা সুলতানা আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯২৫ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৮ হাজার ১৮৯ জন। সুস্থতার হার ৩৮.৭৭ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৩ শতাংশ। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ২৮ জন ও নারী ১৫ জন।

বয়স বিশ্লেষণে জানা যায়, ০ থেকে ১০ বছরের মধ্যে একজন, ১১-২০ একজন, ২১-৩০ একজন, ৩১-৪০ চারজন, ৪১-৫০ চারজন, ৫১-৬০ ৯ জন, ৬১-৭০ ১২ জন, ৭১-৮০ ৯ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ২১ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের দুইজন, সিলেট বিভাগের একজন, ময়মনসিংহ বিভাগের দুইজন এবং রংপুর বিভাগের একজন। হাসপাতালে মারা গেছেন ২৭ জন, বাড়িতে ১৫ জন এবং হাসপাতালে আনার পথে একজন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৭১৮ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ২৬৮ জনকে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *