এবার কুরআন ছুঁয়ে শপথ নিলেন যু’ক্তরাষ্ট্রের এক পুলিশ কর্মকর্তা !!

কুরআন মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ। ইসলামী ইতিহাস অনুসারে দীর্ঘ তেইশ বছর ধরে খণ্ড খণ্ড অংশে হযরত মুহাম্মদ (সাঃ) এর নিকট অবতীর্ণ হয় পবিত্র কুরআন। একজন মুসলমান হিসেবে অবশ্যই আমাদের কুরআন পড়া উচিৎ। যুগ যুগ ধরে বহু মানুষ কোরআনের সেবা করে যাচ্ছেন। তারই ধারাবিকতায় এবার মা’র্কিন যু’ক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের পেটারসন শহরের ইব্রাহিম বেকুরা নামের মুসলমান পুলিশ কর্মকর্তা কুরআন ছুঁয়ে শপথ নিয়েছেন।

তিনি ইঞ্জিলের পরিবর্তে পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নেন। শহরের মেয়র জানিয়েছেন, আ’মেরিকার ইতিহাসে এই প্রথম তুর্কি বংশোদ্ভূত কোনো ব্যক্তি এই পদে আসীন হলেন।

জানা যায়, ৬০ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা প্রায় ৩০ বছর ধরে আ’মেরিকার পুলিশ বিভাগে চাকরি করছেন। পেটারসন শহরের মসজিদের একজন ইমামও নয়া পুলিশ প্রধানের কুরআন ছুঁয়ে শপথের পদক্ষেপের প্রশংসা করেছেন।আল্লাহ তাআলা ইব্রাহিম বেকুরার মত আরও অনেককে কোরআনের সেবা করার তাওফিক দান করুন। আমিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *