এবার চট্টগ্রামেও প্রবেশ ও বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি !!

প্রা’ণঘা’তী করোনাভা’ইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঢাকা মহানগরীতে আসা-যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ রোববার থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় প্রবেশ বা ঢাকা থেকে বাইরে যেতে পারবেন না। ঢাকার পরএবার চট্টগ্রামেও সন্ধ্যা ৬টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যক্তি ও যানবাহনের প্রবেশ ও বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে সিএমপি।

রোববার (১৭ মে) বিকেলে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন। তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে কেবল জরুরি সেবা, চিকিৎসা, ভোগ্যপণ্য ও রফতানি পণ্য পরিবহন।

এরই মধ্যে চট্টগ্রাম নগরীর সব প্রবেশপথ ও বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। যদি কেউ এই আইন অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা বলেছেন সিএমপি কমিশনার।সিএমপির ডিসি (পিআর) মো. আবু বকর সিদ্দিক বলেন, নগরবাসীকে এ নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *