এবার ভাঙতে পারে ১০৭ বছরের ঘূর্ণিঝড়ের রেকর্ড !!

এর আগে গত ২০১৫ সালে মোট ১২টি নিম্নচাপ তৈরি হয়, যার মধ্যে মাত্র ৪টি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এরপর গত ২০১৮ সালে নিম্নচাপ তৈরি হয় ১৪টি। এর অর্ধেক পরিণত হয় ঘূর্ণিঝড়ে। এদিকে ২০১৯ সালে মোট ৯টি নিম্নচাপ তৈরি হয়। এর মধ্যে এখন পর্যন্ত ৭টি পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে।

এর ফলে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় পরিণত হওয়ার হারের নিরিখে বিগত বেশ কয়েক বছরকে পিছনে ফেলে দিয়েছে ২০১৯ সাল। সাধারণত আরব সাগর থেকে বঙ্গোপসাগরে বেশি নিম্নচাপ তৈরি হয়।

কিন্তু এই বছর উল্লেখযোগ্যভাবে সংখ্যাটা আরব সাগরের ক্ষেত্রে বেশি। এই কয়েক দিন আগেই ঘূর্ণিঝড় কিয়ার ও মাহার সৃষ্টি হয় আরব সাগরে। এর আগে বঙ্গোপসাগরে তৈরি হয় ফণী ও পাবুক। আর কয়েক দিন আগেই তাণ্ডব ছড়ায় ঘূর্ণিঝড় বুলবুল।

এদিকে শেষবার আরব সাগরে একই বছরে চারটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল ১৯০২ সালে। ২০১৯-এর দেড় মাস বাকি থাকতেই সেই সংখ্যা ছোঁয়া হয়ে গেছে। ডিসেম্বরের আগে আরও ঘূর্ণিঝড় হওয়ার শঙ্কা রয়েছে। এমন শঙ্কা সত্যি হলে ভেঙে যেতে পারে ১০৭ বছরের রেকর্ড।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *