এবার ভারতের যেসব রাজ্যে ঢুকছে পঙ্গপাল, কড়া সতর্কতা জারি !!

ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের পর এবার ঝাড়খণ্ড ও উড়িষ্যা রাজ্যের দিকে এগোচ্ছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল।ইতিমধ্যেই তা ঢুকে পড়েছে ছত্তিশগড়ে। পঙ্গপালের হাত থেকে বাঁচতে সতর্কবার্তা জারি করেছে ঝাড়খণ্ড ও উড়িষ্যা সরকার। খবর জিনিউজ।

ঝাড়খণ্ডের কৃষি সচিব আবু বকর সিদ্দিকি জানিয়েছেন, ছত্তিশগড়, বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ লাগোয়া অঞ্চলে রাজ্যের ২৪ জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে। সব থেকে বেশি হামলা হতে পারে, ঘরওয়া, লাতেহার, গুমালা, দেওঘর, ছতরা, গিরিডি ও গোদা জেলায়।

ঘরওয়া জেলার কৃষি কর্মকর্তা লক্ষ্ণণ ওঁরাও জানিয়েছেন, ছত্তিশগড়ে পঙ্গপাল ঢুকেছে। দিনে ওরা ২০০ কিমির বেশি যেতে পারে না। তাই প্রস্তুতি নেয়ার সময় পাওয়া যাবে।জানা গেছে, পঙ্গপালের একটি দলে ১.৫ কোটি থেকে ২ কোটি পতঙ্গ থাকতে পারে। এরা ৩৫০০০ মানুষের সারা বছরের খাবার খেয়ে ফেলতে পারে।

পঙ্গপালের হামলা সম্পর্কে সতর্ক করে দিয়েছে উড়িষ্যা সরকার। জানানো হয়েছে রাক্ষুসে ওই পতঙ্গ সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে পশ্চিম ওড়িশার সুন্দরগড়, বারঘর, কালাহান্ডি ও বোগানগির জেলায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *