এবার মুশফিকের পর স্মারক নিলামে তোলার সিদ্ধান্ত আশরাফুলের !!

করোনাভা’ইরাসে স্থবির হয়ে গেছে পুরো বিশ্ব। প্রা’ণঘা’তী এই ভা’ইরাস মোকাবিলায় আর্থিক সাহায্য দিয়ে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন ক্রিকেটাররা। আর্থিক তহবিল গঠনের জনে ক্রিকেটাররা নিজেদের ক্রিকেট ক্যারিয়ারের সেরা মুহূর্তের স্মারকগুলো নিলামে তুলছেন।

বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকান। ডাবল সেঞ্চুরি হাঁকানো সেই ব্যাটটি নিলামে তুলতে যাচ্ছেন তিনি। এবার এমনই ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি লাইভ সেশনে এক ভক্তের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই যায় (নিলামে তোলা) যদি আপনারা কেউ নিতে চান। আমারতো ইচ্ছে ছিলই অবসরের পরে আমার ব্যাট বলেন, টেস্ট ক্যাপ বলেন এগুলো আমি নিলামে দিব বড় কোন দূর্ঘটনায়। তো এখন পারফেক্ট সময়, আসলে এসব প্রক্রিয়াটা আমাদের দেশে ঐভাবে চালু হয় নাই।’

তিনি আরো বলেন, ‘মুশফিককে দেখলাম যে সে শুরু করেছে। তো আসলে এই ধরণের কিছু যদি হয় অবশ্যই আমার অভিষেক টেস্ট সেঞ্চুরি বলেন, অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি বলেন, জিম্বাবুয়ের সাথে প্রায় ৫ বছর পরে ৪৭তম ম্যাচে গিয়ে জিতেছি এই ম্যাচের স্টাম্প আছে। তো এরকম যদি হয় আমি অবশ্যই দিতে চাই।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *