এবার হায়দ্রাবাদে লাখো মানুষের বিক্ষোভ !!

নাগরিকত্ব আইনের বিরোধিতায়, ভারতের হায়াদ্রাবাদে বিক্ষোভ করলেন লাখো মানুষ। নগরীর ব্যস্ত মাসাব ট্যাঙ্ক থেকে ধর্না চক পর্যন্ত এলাকা, শনিবার (৪ জানুয়ারি) মুখর হয়ে ওঠে মোদিবিরোধী শ্লোগানে।

সংখ্যালঘু মুসলিম আর নাগরিক অধিকার বিষয়ক প্রায় ৪০টি সংগঠনের আয়োজনে হয় এ বিক্ষোভ। যাতে অংশ নেন কমপক্ষে এক লাখ সাধারণ জনতা। সংশোধিত নাগরিকত্ব আইন- এর পাশাপাশি, নাগরিকত্ব তালিকা এবং নাগরিকপঞ্জি এরও বিরোধিতা করেন বিক্ষোভকারীরা।

‘মিলিয়ন মার্চ’ নামের এ আন্দোলন কর্মসূচি হয় পাশ্ববর্তী সিকান্দারবাদসহ আরও বেশ কিছু শহরেও। আইনজীবী, সাংবাদিক, সাহিত্যিকসহ বিভিন্ন পেশাজীবিরা যোগ দেন শান্তিপূর্ণ এ বিক্ষোভে। নাগরিকত্ব ইস্যুতে বিজেপি সরকারের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে ভারতে সাম্প্রতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৭ বিক্ষোভকারী।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *