এরদোগানের সামনে কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ গায়ক পেড্রো !!

পেড্রো কারভালহো নামে একজন ব্রিটিশ নাগরিক খৃষ্টধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছেন। তিনি প্রখ্যাত ব্রিটিশ গায়ক ইউসুফ ইসলামের মিডিয়া বিষয়ক উপদেষ্টা।

গত বৃহস্পতিবার লন্ডনের কেমব্রিজ মসজিদে জনসম্মুখে তিনি মুসলিম হওয়ার ঘোষণা দেন। তুর্কী প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগানের উপস্থিতিতে সদ্য উদ্বোধন হওয়া কেমব্রিজ মসজিদের ইমাম আলি তুউসের নিকট কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন তিনি।

শান্তিরধর্ম ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়ায় পেড্রো কারভালহোকে অভিনন্দন জানিয়েছেন ইউসুফ ইসলাম। তিনিও একজন নওমুসলিম; ১৯৭৭ সালে তিনি ইসলাম গ্রহণ করেন।

এদিকে ইসলামগ্রহণের প্রক্রিয়ায় পেড্রো কারভালহো বলেন, এটি আমার জন্য একটি নতুন যাত্রা। আর আল্লাহ সুবহানাহু তা’য়ালার জন্য এটা করা আমার কর্তব্য ছিল।

পেড্রো কারভালহোর ইসলাম গ্রহণের ব্যাপারে মসজিদের ইমাম আলি তুউস জানান, কালিমা পাঠ করার কিছুক্ষণ আগে তিনি আমাকে বলেন, শ্বাশত এই ধর্ম সম্পর্কে যথেষ্ট গবেষণা করেছেন, ইসলাম গ্রহণে আর কোন প্রতিবন্ধকতা নেই তার সামনে, মুসলিমদের সঙ্গে ওঠাবসা করে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *