ওসি মোয়াজ্জেমের রায়ের পর যা বললেন ব্যারিস্টার সুমন !!

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন দু’টি ধারায় মোয়াজ্জেমকে এ শাস্তি দেন। গত ১৫ এপ্রিল মোয়াজ্জেমের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

আদালতের এই রায়ের পর ব্যারিস্টার সুমন বলেন, ‘ওসি মোয়াজ্জেমকে প্রমানসহ আদালতের মুখোমুখি করতে পারাই সবচেয়ে বড় সফলতা।’ এছাড়াও আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত নুসরাতের মা। ৮ বছরের কারাদণ্ড ছাড়াও মোয়াজ্জেমকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে দু’টি ধারায় আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *