৬ মাস আগে একই দেশে মারা যান ক্যাপ্টেন নওশাদের পাইলট বাবা
সোমবার (৩০ আগস্ট) ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা’রা যান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান। তার এই মৃ’ত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, মাত্র ৬ মাস আগেই বাবাকে হারিয়েছিলেন ক্যাপ্টেন নওশাদ। তিনিও মারা গেছেন ভারতে। ৬ মাস আগে ২৮ ফেব্রুয়ারি সকালে নওশাদের বাবা আব্দুল কাইয়ুম মা’রা যান ভারতের কলকাতায়। বাবার পথ অনুসরণ করেই বড় হয়েছেন নওশাদ কাইয়ুম। হয়েছিলেন একজন নাম করা পাইলট।
তার বাবা আব্দুল কাইয়ুম’ও একসময় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন ছিলেন। তিনি ডিসি-১০ উড়োজাহাজে’র দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও বিভিন্ন সময় ‘কোরিয়ান এয়ার’ এবং ‘সৌদি এয়ালাইন্সেও’ দায়িত্ব পালন করেন সিনিয়র এই পাইলট। চলতি বছরেই আব্দুল কাইয়ুম মারা যান।