করোনায় আ’ক্রান্ত জাফরুল্লাহর দুই মেয়ে ও স্ত্রী !!

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর পর তার দুই মেয়ে ও স্ত্রী করোনা ভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছে। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার জানান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ওনার (জাফরুল্লাহ) দুই মেয়ে ও স্ত্রী করোনা ভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে হোম আইসোলেশনে আছেন।’

এর আগে গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরীর করোনা ভা’ইরাসে আ’ক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ডা. মহিবুল্লাহ খন্দকার জানিয়েছেন, ‘জাফরুল্লাহর সার্বিক অবস্থা বোঝার জন্য সামনের তিন থেকে চার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ প্রসঙ্গত, ডা. জাফরুল্লাহ চৌধুরীর সংস্পর্শে ছিলেন এমন বেশ কয়েকজনই করোনায় আ’ক্রান্ত হয়েছেন। তবে তারা সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন। বর্তমানে তারা হোম আইসোলেশনে রয়েছেন।

বিশ্বে ৬০ লাখেরও বেশি মানুষ করোনা আ’ক্রান্ত

বিশ্বে করোনাভা’ইরাসে ৬০ লাখেরও বেশি লোক আ’ক্রান্ত হয়েছে। এর দুই তৃতীয়াংশই যুক্তরাষ্ট্র ও ইউরোপের। বার্তা সংস্থা এএফপি’র হিসাব থেকে এ তথ্য জানা গেছে।গ্রিনিচ মান সময় ২০১৫ পর্যন্ত বিশ্বে করোনায় আ’ক্রান্ত হয়েছে মোট ৬০ লাখ ৮৬৭ জন। মারা গেছে ৩ লাখ ৬৬ লাখ ৮৪৮ জন। এর মধ্যে ইউরোপ করোনাভা’ইরাসে পর্যুদস্ত হয়েছে সবচেয়ে বেশি।

ইউরোপে মোট আ’ক্রান্তের সংখ্যা ২১ লাখ ৩৫ হাজার ১৭০ জন। মারা গেছে ১ লাখ ৭৭ হাজার ৫৯৫ জন।বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ১৭ লাখ ৬০ হাজার ৭৪০ জন কোভিড- ১৯ রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছে ১ লাখ ৩ হাজার ৪৭২ জন।কিন্তু বর্তমানে ল্যাটিন আমেরিকায় ভা’ইরাসটি দ্রুত ছড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে ৪৫ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট আ’ক্রান্তের সংখ্যা ৯ লাখ ৪৪ হাজার ৬৯৫ জন। মারা গেছে ৪৯ হাজার ২৩০ জন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *