করোনাভাইরাস – আজ সারাদেশে মসজিদে-মসজিদে বিশেষ দোয়া !!
বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে করোনা ভাইরাস। দিনদিন এই ভাইরাসে মৃ’তের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃ’ত্যু হয়েছে ৩ হাজার ২৮৫ জনের। বিভিন্ন দেশে ৯৫ হাজার ৪৮১ জন এ ভাইরাসে আ’ক্রান্ত হয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৬৮৮ জন।
এমতাবস্তায়, এই ভাইরাস থেকে মুক্তির জন্য শুক্রবার মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
জানা যায়, শুধু চীনের মূল ভূখণ্ডেই আ’ক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৪৩০ এবং মৃ’ত্যু হয়েছে ৩ হাজার ১২ জনের। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। সেখানে এখন পর্যন্ত ৫ হাজার ৭৬৬ জন এ ভাইরাসে আ’ক্রান্ত হয়েছে এবং মা’রা গেছে ৩৫ জন।
চীনের বাইরে সবচেয়ে বেশি মৃ’ত্যুর ঘটনা ঘটে ইতালিতে। সেখানে এখন পর্যন্ত এ ভাইরাসে আ’ক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৯ এবং মৃত্যু হয়েছে ১০৭ জনের। মধ্যপ্রাচ্যের দেশ ই’রানেও এ ভাইরাসের প্রকোপ দ্রুত ছড়িয়ে পড়ছে।এদিকে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্বজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিটি দেশকে এই মুহূর্তে সাধ্যমতো সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে সতর্কবার্তায়।