Probashi News
করোনার আর্থিক সংকট ও ভ’য়ে আছে প্রবাসীরা !!

প্রা’ণঘা’তী করোনা ভা’ইরাসের সংক্রমণ কিছুটা কমলেও মৃ’তের সংখ্যা বেড়েছে জার্মানিতে । দেশটিতে একদিনে মা’রা গেছেন তিনশোর বেশি মানুষ।
গত কদিনের ব্যবধানে জার্মানিতে ম’রণ’ঘাতী করোনার সংক্রমণ কমে গেলেও বেড়েছে মৃ’তের সংখ্যা। তবে প্রতিবেশী দেশ ইতালি, স্পেন আর ফ্রা’ন্সের তুলনায় সেটি খুবই কম। জার্মানিতে করোনায় প্রবাসীদের এখনো কারো মৃ’ত্যু না হলেও কেউ কেউ আর্থিকসহ নানা সংকটে পড়ার আশঙ্কা করছেন।
প্রবাসীরা বলেন, এখানকার চিকিৎসা ব্যবস্থা খুব ভালো। চিকিৎসকরা অত্যন্ত সদয়। আমরা সুস্থ অবস্থায় আছি। কোনো সমস্যা হচ্ছে না। এদিকে প্রতিবেশী অস্ট্রিয়া, সুইজারল্যান্ড ও বেলজিয়ামে বেড়েছে মৃ’তের সংখ্যা। এতে শঙ্কিত সেখানে বসবাস করা প্রবাসীরা।