করোনার চিকিৎসায় টিকাই শেষ ভরসা – যা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা !!
প্রা’ণঘা’তী করোনাভা’ইরাস মোকাবেলায় টিকাই শেষ ভরসা বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।সংস্থাটি বলছে, রোগটি সোয়াইন ফ্লুর চেয়ে ১০ গুণ শক্তিশালী। এই ভা’ইরাস অতিদ্রুত ছড়ালেও এর শক্তিক্ষয় হয় খুব ধীরে।সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস জানায়, প্রতিষেধক তথা টিকা ছাড়া নভেল করোনাভা’ইরাসকে পুরোপুরি রোখা যাবে না।
কিন্তু কোথায় সেই প্রতিষেধক? আমেরিকা সম্ভাব্য প্রতিষেধক তৈরি করে সবে মানুষের ওপরে পরীক্ষা শুরু করেছে। দীর্ঘ পরীক্ষার পর্ব সফল হলে একে বাজারে আনতে দেড় বছর সময় লাগবে।সোমবার ডব্লিউএইচওর প্রধান বলেন, ‘প্রতি মুহূর্তে আমরা এই ভা’ইরাস সম্পর্কে নতুন কিছু শিখছি।’