করোনার প্রকোপ ঠেকাতে মক্কা, মদিনায় অনির্দিষ্টকালের কারফিউ !!

করোনাভা’ইরাসের প্রকোপ ঠেকাতে সৌদি আরবের মক্কা ও মদিনা শহরে এবার ২৪ ঘণ্টার কারফিউ জারি করল সৌদি সরকার। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে৷ কারফিউ জারি থাকবে রাত-দিন ২৪ ঘন্টা৷

বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি সেবাকর্মীরা এই কারফিউর আওতামুক্ত থাকবেন। এই সময়ে মুদি দোকান, ঔষধ, পেট্রোল স্টেশন এবং ব্যাংকগুলো শুধু খোলা থাকবে৷ এছাড়া স্থানীয়রা খাদ্যপণ্য কেনা ও জরুরি চিকিৎসা সেবা নেওয়ার ক্ষেত্রে কারফিউ চলাকালে ছাড় পাবেন। এই সময়ে ব্যক্তিগত যানে শুধু একজন চলাচলের সুযোগ পাবেন৷

এর আগে মক্কা, মদিনা, জেদ্দা ও রিয়াদে বেলা ৩টা থেকে সকাল ৬ পর্যন্ত কারফিউ জারি ছিল। এছাড়া সৌদির অন্যান্য অঞ্চল থেকে এই চারটি এলাকায় প্রবেশে কড়াকড়ি নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল।মধ্যপ্রাচ্যের দেশটিতে এক হাজার ৭০০ জন মানুষ এখন পর্যন্ত করোনা ভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছেন, এদের মধ্যে মারা গেছেন ১৬ জন৷

এরিমধ্যে সৌদি কর্তৃপক্ষ বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে৷ বন্ধ করে দেয়া হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট, নিষিদ্ধ করা হয়েছে জনসমাগম, এমনকি মুসলমানদের উমরাহ পালনেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে৷ হজের আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা৷

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *