করোনার মধ্যেই বন্যার পূর্বাভাস – বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা !!
প্রা’ণঘা’তী করোনা ভা’ইরাসের মধ্যেই চলতি সপ্তাহের শেষের দিকে কিংবা আগামী সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।এদিকে সংস্থাটি বলেছে, ভারতে ভারি বর্ষণের কারণে বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কয়েকটি স্থানে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
বন্যার পূর্বাভাস এলো, যখন বিস্তীর্ণ হাওরাঞ্চল থেকে বোরো ধান কেটে ঘরে আনতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক। এখনো আবাদের বড় অংশই রয়ে গেছে হাওরাঞ্চলের জমিতে। করোনাভা’ইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউনে শ্রমিক সংকটের কারণে ধানা কাটার জনবল সংকটে ধান কাটা নিয়ে হিমশিম খাচ্ছেন কৃষকরা। এ অবস্থায় বন্যার কারণে বোরো ধানের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া অফিসের তথ্য বলছে, আগামীকাল ২১ এপ্রিল মঙ্গলবার থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাত হবে। রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামসহ দেশের মধ্যাঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহব্যাপী চলবেএই বৃষ্টি। এই সময় থেকে চলতি মাসের শেষ পর্যন্ত কোথাও দমকা হাওয়া, বজ্রসহ শিলাবৃষ্টি হবে।
এ ব্যাপারে আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘এখন কালবৈশাখীর সময়। চলতি মাসের অবশিষ্ট সময় দেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রতিদিনই বৃষ্টি হবে। তবে দিনব্যাপী নয়, থেমে থেমে বৃষ্টি হবে। গতকাল রবিবার রাজশাহী, সিলেট, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।’
সূত্রঃ বিডি২৪ রিপোর্ট