করোনার মধ্যেই মাঝরাতে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে গেল ৩০১ জন !!

করোনার মধ্যেই মাঝরাতে ঢাকা থেকে যুক্তরাষ্ট্র গিয়েছেন ৩০১ জন মার্কিন নাগরিক। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত পৌনে ১২ টায় ওমনি এয়ারলাইন্সের যুক্তরাষ্ট্রের একটি চার্টার্ড বিমান তাদের নিয়ে যায়। বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ছাড়ার কথা ছিল। পরে কিছুটা বিলম্বে মধ্যরাতে ছেড়ে যায়। করোনাভা’ইরাসে বিমান চলাচল সীমিত হওয়ার পর এ নিয়ে চার দফায় নিজ দেশে ফিরলেন ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকরা। ১৩ এপ্রিল ৩২৮ জন, ৫ এপ্রিল ৩২২ জন এবং ৩০ মার্চ ২৬৯ জন নাগরিক দেশে ফিরেছেন। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনায় মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে বিশ্বের অন্যতম ক্ষমতাসীন দেশ যুক্তরাষ্ট্রে। এবার যুক্তরাষ্ট্রে এক দিনে মৃত্যুর রেকর্ড তৈরি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মা’রা গেছেন ২ হাজার ৮০৪ জন। এরই মধ্যে মোট মৃত্যু ছাড়িয়েছে ৪৫ হাজার। করোনাভা’ইরাসে আ’ক্রান্তের সংখ্যায়ও শীর্ষে এই দেশটি। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আ’ক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৯ হাজার ১৬৪ জন। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আ’ক্রান্ত এলাকা হচ্ছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। এই রাজ্যটিতে আ’ক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৫৫ জন। মৃতের দিক দিয়েও দেশটিতে নিউইয়র্ক সবার উপরে। রাজ্যটিতে মৃতের সংখ্যা ১৯ হাজার ৬৯৩ জন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *