Internation News
করোনার লক্ষণ ধরা পড়লে ১ লাখ ২০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা !!

কারও শরীরে করোনা ভাইরাসের লক্ষণ ধরা পড়লে এবং তা কর্তৃপক্ষকে জানালে ১০ হাজার ইউয়ান বা ১ লাখ ২০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে চীনের হুবেই প্রদেশের একটি শহর। ভাইরাসটির উৎপত্তিস্থল হুবেই প্রদেশের ওই শহরের কর্তৃপক্ষ মনে করছে, এই সিদ্ধান্তের ফলে প্রাথমিকভাবেই ধরা পড়বে এই রোগে আক্রান্তরা।
এ বিষয়ে রয়টার্স বলছে, করোনায় আক্রান্ত অনেকেই ভয়ে ডাক্তারের শরণাপন্ন হন না। এতে চিকিৎসাকর্মী এবং স্বেচ্ছাসেবকদের বিপাকে পড়তে হয়। এ সমস্যা থেকে উত্তরণে বিশেষ এ পুরস্কার ঘোষণা করেছে শহরটির কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এই ভাইরাসে এখনও পর্যন্ত ২ হাজার ৮০০ জনের বেশি মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৮০ হাজারেরও বেশি। শুধু হুবেই প্রদেশেই এতে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার এবং মারা গেছেন ২ হাজার ৬০০ জন।