করোনায় আক্রান্ত কমলেও বাড়েই চলছে মৃত্যুর মিছিল !!
নতুন করোনাভাইরাসে চীনে একদিনে নতুন রোগীর সংখ্যা অনেকটা গেছে। তবে থামছে না মৃত্যুর মিছিল। প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনের হুবেই প্রদেশে আরও ১১৫ জন মারা গেছেন। এ নিয়ে প্রদেশটিকে মৃতের সংখ্যা দাঁড়াল ২১৪৪ জনে। এছাড়া চীনসহ সারা বিশ্বে মারা গেছেন অন্তত ২২৪৪ জন।
এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাপানে প্রমোদতরীর দুই যাত্রী, ইরানে দুই বৃদ্ধ এবং দক্ষিণ কোরিয়ায় এ প্রথম একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভাইরাসের কেন্দ্রস্থল হুবেই প্রদেশে আক্রান্ত হয়েছেন আরও ৪১১ জন। হুবেইতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৪৪২ জনে। বিশ্বজুড়ে ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৭ হাজার। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এ পর্যন্ত চীন, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।